জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাজীপুর রিজয়নের সালনা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনায় ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ভয়াল রাতের আধারে ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে একদল বিপদগামী দেশদ্রোহীদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। এসময় ছোট রাসেল কেও ছাড় দেয়নি হিংস্র দানবরা। তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বিদেশে থাকায় প্রানে বেঁচে যান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সের সামনে সোমবার সকালে হাইওয়ে পুলিশের আয়োজনে শেখ রাসেল ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর রিজিয়ন সালনা হাইওয়ে থানার পুলিশের টি আই শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এসময় ১৫ই আগষ্টের সেই দূর্বিষহ রাতের ঘটনা সহ মানুষকে সচেতনতা মূলক, মানবিক দৃষ্টিকোন নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সালনা হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা ও যানবাহনের শ্রমিক সহ সাধারণ জনতা।