সারা বাংলাদেশে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর উপজেলা সহ ১০টি জেলার ২২টি স্থানে এক যুগে আশ্রয়ায়ন প্রকল্প কর্মসূচি বাস্তবায়নে গৃহহীন পরিবারের মাঝে ২২টি ঘরের চাবি প্রদান করা হয়েছে
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ঠাকুর পাড়া বাজার এলাকায় ভূমিহীদের মাঝে ঘরের চাবি প্রদান করা হয়।
শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আশ্রয় কর্মসূচি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কালিয়াকৈরে গৃহহীন পরিবারের মাঝে ৩ লক্ষ ৫০হাজার টাকা ব্যয় করেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ নিজ অর্থায়নে ভূমিহীন পরিবারের মাঝে একটি ঘরের চাবি প্রদান করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’মীলীগের সভাপতি মুরাদ কবির।আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মান্নান শরিফ, মৌচাক ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খাঁন, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদ হোসেন তুলা মিয়া, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব আলম বাবুলসহ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীগণ। পরে একটি ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি প্রদান করা হয়।