করোনায় বন্ধ হবার পর অবশেষে ৫৭৮ দিন পর খুললো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো। রোববার সকাল ১০ টায় হলে প্রবেশ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় হল প্রশাসন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীদের গোলাপ, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট ও মাস্ক উপহার দিয়ে বরণ করে নেন।
উপাচার্য বলেন, আমরা আনন্দিত দীর্ঘদিন বন্ধের পর শিক্ষার্থীরা ফিরেছে। তাদেরকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কেউ করোনায় আক্রান্ত হলে আইসোলেশনের জন্য হাসপাতালে শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
Subscribe
Login
0 Comments
Oldest