দুর্গা দেবীর বিদায় উপলক্ষে ঢাক আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল বিভিন্ন মণ্ডপ। পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলুধ্বনিতে মণ্ডপগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ।
শুক্রবার (১৫ অক্টোবর) মণ্ডপে মণ্ডপে আনুষ্ঠানিক পূজা অর্চনা শেষে ভক্তরা দুর্গাকে নিজ নিজ মণ্ডপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এরপর যানবাহন করে প্রতিমাগুলোকে কালিহাতী পৌর এলাকার ঝিনাই নদীর তীরে নিয়ে যাওয়া হয়। পরে প্রতীমাগুলো নৌকায় উঠিয়ে ভক্তরা বিকাল ৩টা থেকে নৌকাযোগে শোভাযাত্রা বের করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নেচে গেয়ে নদীতে তা বিসর্জন দেন। এর মধ্যে দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী সার্কেলের এএসপি শরীফুল হক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক পরিতোষ সেন, কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম।
এদিকে বিজয়া দশমী ও ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিহাতী থানা পুলিশ, নৌ-পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল, আনসার-ভিডিপির সদস্যরা তৎপর ছিলেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলার কোথাও কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে নিবিঘ্নে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।