গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা হাজী মার্কেটে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ‘অলংকার জুয়েলার্স’ নামক স্বর্ণের দোকানে গভীর রাতে চোরেরা সুকৌশলে দেয়াল কেটে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোড-ঠাকুরবাড়ি রোডে অবস্থিত অলংকার জুয়েলার্সের পাশের সেতু লাইব্রেরির ভেতর দিয়ে প্রবেশ করে চোরেরা দোকানের দেয়াল কেটে ভিতরে ঢোকে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে দোকান মালিক শ্রী কার্তিক চন্দ্র সরকার দোকান খুলে দেয়ালের অংশ কাটা দেখতে পান এবং সিন্দুকে রাখা মূল্যবান স্বর্ণালংকার উধাও দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।
তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ও সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।
চুরির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কার্তিক চন্দ্র সরকার জানান, আনুমানিক ৭০ ভরি স্বর্ণালংকার চোরেরা নিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতে আরও সময় লাগবে।
এ বিষয়ে ওসি বুলবুল ইসলাম জানান, তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।