জাতীয়
Mission 90 News
Send an email
অক্টোবর ১৪, ২০২১সর্বশেষ আপডেট অক্টোবর ১৪, ২০২১
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি মোতায়েন
০ ১,৪২৬ এক মিনিটেরও কম সময়
চলমান দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) থেকেই বিজিবি কাজ করছে বলে জানান তিনি।
রাজধানীতে বিজিবি মোতায়েন প্রসঙ্গে লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে। মন্দির ও এর আশপাশে টহল দিতে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবি মাঠে থাকবে বলে জানান তিনি।