টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান,সাফিয়া চালা, বাঘেরবাড়ী,হামিদপুরসহ আশে পাশের পাহাড়ি এলাকার লাল মাটি কেটে সমতল ভূমিতে পরিণত করেছে পাহাড় খেকো একটি চক্র।
ওই লাল মাটি ট্রাকযোগে কালিহাতী উপজেলার মরিচা,নাগবাড়ি, আউলিয়াবাদ,চারান,বল্লা,রামপুর, কাজিবাড়ি,গান্ধীনা,তেজপুর,
পবিত্র রমজান মাসে সারা রাত ওই মাটির ট্রাকের বিকট শব্দে সাধারণ মানুষের রাতের ঘুম, তারাবির নামাজ ও ইবাদত বন্দেগীতে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওইসব এলাকায় অভিযান চালিয়ে উপজেলার দড়িখসিল্লায় দুটি ট্রাক ও ভেকুর ব্যাটারী জব্দ করা হয়।
অপর দিকে, যমুনার চরাঞ্চলের জোকারচর বালু ঘাটে অভিযান পরিচালনা করে দুটি ট্রাক ও ভেকুর ব্যাটারী জব্দ করা হয়।এ সময় অভিযানের খবর পেয়ে অন্যান্যরা বালু ঘাট বন্ধ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান,দীর্ঘদিন ধরে রাতের আধারে সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার লাল মাটি পাহাড়ে কেটে কালিহাতীর বিভিন্ন এলাকা বিক্রি করে আসছে।এমন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।