শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) ও টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম (বার), সিনিয়র এএসপি শরিফুল হক এবং কালিহাতী থানার পক্ষ থেকে কালিহাতী কেন্দ্রীয় জয়কালি মন্দির পূজা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে ফল পাঠিয়েছেন।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের পক্ষে এসব ফল পূজা মন্ডপগুলোর কর্তৃপক্ষের হাতে তুলে দেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালিহাতী কেন্দ্রীয় জয়কালি মন্দিরের সভাপতি পরিতোষ সেন, সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিকসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
Subscribe
Login
0 Comments
Oldest