টাঙ্গাইল

ম্যাটস শিক্ষার্থীরা এসএসসি পাস করে আবার স্কুলে ভর্তি হতে চান না

যৌথ সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে চার দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন(বিডিএমএ), ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাক্টিশনার অ্যাসোসিয়েশন(বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী পরিষদের যৌথ উদ্যোগে রোববার(৯ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন।

বাদ সম্মেলনে আক্ষেপ করে বলা হয়- এসএসসি পাস করে মেডিকেল ডিপ্লোমা শিক্ষার্থীরা চার বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে(ম্যাটস) ভর্তি হন।

এক্ষেত্রে স্কুল পাস করার পর আবারও স্কুলে ভর্তি হতে হয়। যদিও স্কুল পাস করে সাধারণত কলেজে ভর্তি হতে হয়। দেশের ১৬টি সরকারি ও ২০০টি বেসরকারি ম্যাটসের বিপুল সংখ্যক শিক্ষার্থীই স্কুল পাস করে আবার স্কুল নামক প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়।

লিখিত বক্তব্যে টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন বলেন, শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্যমতে দেশে বর্তমানে ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা ৩০ হাজার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৫৫ হাজার ডিপ্লোমা চিকিৎসক(ডিএমএফ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালগুলোতে কর্মরত আছেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও ম্যাটস্ শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যর স্বীকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকার পরেও একযুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে।

(এরমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক হাজার শূণ্যপদ)। ফলে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ম্যাটস্ থেকে পাস করা ছাত্ররা দিন দিন বেকার হচ্ছে।

চারদফা দাবিগুলো হচ্ছে- অনতিবিলম্বে শূণ্যপদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্সের কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লগবুক প্রণয়ন করা, বিএম অ্যান্ড ডিস স্বীকৃতি ক্লিনিকাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করা।

এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসরা আইনের নাম পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড’ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে বিডিএম’র টাঙ্গাইল শাখার উপদেষ্টা ডা. দেলোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ডা. সিআর দাস, বিডিএম’র কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি ডা. আশরাফুজ্জামান, ডা. মোতালেব হোসেন, ডা. শিপলু, ডা. সোহেল রানা ও ছাত্র প্রতিনিধি সৈকত জাহান আকাশ সহ জেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Author

আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি

নাম আব্দুস সাত্তার। তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি মিশন নাইনটি নিউজের একজন বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker