শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার বিভিন্ন গ্রামের হিন্দু স¤প্রদায়ের অসহায় ও দুস্থদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে নিজস্ব অর্থায়নে কাপড় ও টি-শার্ট বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে পৌর এলাকার জেলে পাড়া, ঋষি পাড়া ও কর্মকার পাড়ার ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে তিনি ওই শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, জেলে পাড়া দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি বাবু রাজবংশী, সাধারণ সম্পাদক বাসুদেব রাজবংশী, পৌর ছাত্রলীগ নেতা বিজয়, আলহাজ্ব ও শাওন সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।