আমাদের দেশ কি আফ্রিকা হয়ে গেছে?: এ টি ইউ তাজ রহমান
জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এ টি ইউ তাজ রহমান।
একটা রাজনৈতিক দল যা বলবে, সরকার প্রধান সেই সুরে সুর মেলাবেন আর বাকীরা নিষ্ক্রিয় হয়ে থাকবে এটি সম্পূর্ণ অযৌক্তিক চিন্তাধারা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এ টি ইউ তাজ রহমান। শুক্রবার (৭ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টক-শো তে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ এ দেশের রাজনৈতিক দলগুলো সবাই সবার দাবি নিয়ে দাঁড়াবে। এনসিপির সাথে ড. ইউনূসের বক্তব্যের সাথে মিল আছে। ড. ইউনূস বলছেন সবাই যদি একটা মিনিমাম সংস্কার চায় তাহলে আমরা তাড়াতাড়ি নির্বাচন দিবো।
তা না হলে দীর্ঘ প্রসেস হবে। এদিকে নাহিদ বলেছেন, সেকেন্ড রিপাবলিক ন্যাশনের ঐক্যমত না হয় তাহলে নির্বাচনে দেরী হবে। সেকেন্ড রিপাবলিকের কথা এনসিপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলই বলছে না।’
তিনি আরও বলেন, ‘দেশের আরেক আতঙ্কের নাম মব জাস্টিস। ধরেই আপনাকে দশ জন মিলে পিটাচ্ছে। বিদেশি ইরানিয়ান দুইটা লোককে পিটিয়ে তাদের নাতিকে খুজে পাওয়া যাচ্ছে না।
গুলশানে একটা বাড়িতে গিয়ে অ্যাটাক করলো। এ রকম ঘটনা আমার আফ্রিকাতে দেখার অভিযোগ আছে। আমাদের দেশ কি আফ্রিকা হয়ে গেছে? গণঅভ্যুত্থানে যা হয়েছে সেটাকে সবাই সমর্থন দিয়েছে। কিন্তু এখন যা হচ্ছে সেটা তো সমর্থন দিবো না আমরা। আপনারা আইনশৃঙ্খলা ঠিক করেন।’