নিজের তৈরি বিমান আকাশে উড়িয়ে সারা দেশে আলোচনায় এসেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস মোল্লা। কয়েক দিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলহাসের বিমান দেখতে ভিড় জমাচ্ছে।
কেউ-বা জুলহাসের এ অভাবনীয় উদ্ভাবনের জন্য তার সঙ্গে সেলফি তুলছে, আবার প্রশংসায় ভাসাচ্ছে। এবার তাকে উৎসাহ জোগানোর জন্য তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। জুলহাস উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।
একজন নেতা দেশের প্রত্যন্ত অঞ্চলেরও খবর গুরুত্ব দিয়ে রাখেন। বিএনপির পক্ষ থেকে জুলহাসকে সার্বিক সহোযোগিতা আশ্বাস দিয়ে আগামী দিনে তার এমন উদ্ভাবনী কাজ চালিয়ে যাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।’
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলহাসের নিজে বিমান তৈরি করে আকাশে উড্ডয়নের বিষয় শুনেই আমাকে দ্রুত সরেজমিনে তার খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন।
তার অংশ হিসেবে একটি প্রতিনিধিদল নিয়ে জুলহাসের সার্বিক খোঁজখবর নিই। পাশাপাশি তারেক রহমানের শুভেচ্ছাসহ তার পাশে থাকার বিষয়টি অবগত করি।’
উল্লেখ্য, জুলহাস মোল্লা দীর্ঘ এক বছর চেষ্টা চালিয়ে নিজেই একটি বিমান তৈরি করেন। যা গতকাল মঙ্গলবার উপজেলার জাফরগঞ্জ যমুনা নদীর চরে আনুষ্ঠানিকভাবে নিজেই আকাশে উড্ডয়ন করেন। তার এ কৃর্তি দেখতে মানিকগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত লোক উপস্থিত ছিলেন।