“ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে “এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১২ই অক্টোবর ) বিকালে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আকম মোজাম্মেল হক এমপি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সাইফুজ্জামান সেতু,সহ প্রমূখ।
এ সময় প্রাথমিক শাখার প্রতিজন ৭৫০ টাকা করে তিন মাসের ২২৫০ টাকা করে ১৫৭ জন, হাইস্কুল প্রতিজন ১৩০০ টাকা করে তিন মাসের ৩৯০০ টাকা ৬১ জন ও কলেজ শাখার প্রতিজন ৯০০ টাকা করে তিন মাসের ২৭০০ টাকা করে ১৭ জনের মাঝে মোট ৫ লক্ষ ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।