নওগাঁর আত্রাই উপজেলার মদনডাঙ্গা নিজ খতিয়ান ভূক্ত ২৭শতক ধানি জমি অবৈধ ভাবে ভোগ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সেকেন্দার আলী (৬০) আলী গং এর নামে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ।এদিকে ওই জমি উদ্ধার চেষ্টায় হুমকির মুখে পড়েছে জমির ওয়ারিশ বুলবুলি (৩০)স্বামী আব্দুল লতিফ,ফাহিমা(২৫) স্বামী মোঃ লিটন প্রাং গং।
সম্প্রতি উপজেলার মদনডাঙ্গা গ্রামে গিয়ে জানা যায়, ওই খতিয়ান ভূক্ত জমি সংক্রান্ত সৃষ্ঠ দ্বন্ধের ঘটনা। ইতোমধ্যে এই জমির জেরে মারা মারি, গ্রাম্য সালিশ ও আইনি লড়াইও হয়। এমন অপ্রীতিকর ঘটনা বছরের পর বছর পেরিয়ে গেলেও অদ্যবদি জমির বিরোধ নিরোসন হয়নি।জানা যায়, বাদীনি দাদা শ্বশুর গুল মাহমুদ গং নামে এস এ, আর এস ও সিএস ভূক্ত রেকডিও সম্পত্তি ওয়ারিশ বুলবুলি (৩০)
স্বামী আব্দুল লতিফ,ফাহিমা(২৫) স্বামী মোঃলিটন প্রাং গং। খতিয়ান ভূক্ত সম্পত্তি বাদীনির পরিবার দীঘ দিন ধরে ভোগ দখল ও সম্পত্তির উৎপাদিত ফসল ভোগ করে আসছে। উক্ত খতিয়ানের মালিক সিএস, এসএ ,আর এস খতিয়ানের মালিক গুল মাহমুদ এর মৃত্যুর পর ওয়ারিশান মুলে উক্ত সম্পতি ওয়ারিশান গন ভোগ দখল করে আসছেন।
এসব তথ্য নিশ্চিত করে ভূক্ত ভোগী বুলবুলি বলেন,আমাদের খতিয়ান ভূক্ত সম্পত্তি একই গ্রামের সেকেন্দার আলী(৫৫) পিতামৃত-কবেজ উদ্দিন গোপনে আদালতে একটি মামলা করে এক তরফা রায় নিয়ে আসেন।
যাহা পরবতীতে আমরা জানতে পাইয়া উক্ত রায়ের বিরুদ্ধে ছানি করতে প্রস্তুতি নিতেই মোঃ সেকেন্দার আলীকে জমি দখলে বাধা দিতে গেলে আমাকে ঐ জমিতে তার ভাটিয়া গুন্ডাবাহিনীর দ্বারা দেশিয় অস্ত্র সস্ত্র দিয়ে এলোপাতারী মার পিট করে জখম করে এ সময় আমার আত্ন চিৎকারে আমার গ্রামের মানুষরা উদ্ধার করে চিকিৎসা জন্য রানীনগর হাসপাতালে ভতি করে এবং হত্যার উদ্দেশ্যে জমির কাদা মাটির মধ্যে খুশে ধরে।
এমত অবস্থায় আমার ছোট দেবরের স্ত্রী ফাহিমা আমাকে উদ্ধার করতে আসলে তাকেও প্রচন্ড মারপিট করে। এই সম্পত্তিকে কেন্দ্র করে সেকেন্দার আলী আমার পরিবারের চারজন সদস্যকে রাতের আধাঁরে জবাই করে হত্যা করে ।
সেকেন্দার আলী আমার পরিবারের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে দীঘদিন ধরে আমাদের হয়রানি পেরেশাণি জেল হাজতে প্রেরণসহ আথিক ক্ষয়ক্ষতি করে আসছে।
এমন কি বিভিন্ন সময়ে হুমকি-ধামকি প্রদশন করছে। এব্যাপারে অভিযুক্ত সেকেন্দার আলী বলেন, আমি আদালতে মামলার রায় বা আদেশ অনুসারে উক্ত সম্পত্তি ভোগ দখল করছি।
আর মারা মারি বিষয়ে অস্বিকার করে বলেন আমি কোন অপ্রীতিকর ঘটনা বা মারধর, প্রান নাশের হুমকি ধামকী দেই নাই। কোটের রায় বা আদেশ মূলে আমি জমিতে ফসল বোপন করেছি। আমার বিরুদ্ধে বাদীনি গন মিথ্যা অভিযোগ করেছেন।