জাতীয়
অনলাইন ডেস্ক
Send an email
ফেব্রুয়ারি ১৯, ২০২৫সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ১৯, ২০২৫
২০১৮-এর নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি
০ ৩,৪৫৫ এক মিনিটেরও কম সময়
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। ওএসডি হওয়া কর্মকর্তারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই কর্মকর্তারা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই কারণে ১২ জন কর্মকর্তা আগে ওএসডি হয়েছেন।