রাজশাহীতে ‘ইমো’ হ্যাকিং চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ রোববার দুপুরে মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ঘটনা স্থল থেকে আরও তিন জন পালিয়ে গেছে। আটককৃতরা হলেন লালপুর থানাধীন বিলমারিয়া এলাকার সাকিব বিশ্বাস(১৯), মনিপুর এলাকার মেহেদী হোসেন(২১), ও রাজশাহীর হরিরামপুর এলাকার আল আমিন (২০)।
আজ রোববার দুপুরে র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’ হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেয়।
এ সময় মোবাইল ২১ টি, সিমকার্ড ৪৯ টি, মেমোরি কার্ড ৪ টি, ল্যাপটপ ২ টি, ক্যামেরা ১ টি, ব্লুটুথ মাউস ২ টি, চার্জার ৩ টি, টেলিফোন ১ টি, সিসি ক্যামেরা ১ টি ও নগদ ৪৫০০০/ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।