রবিবার (১০ অক্টোবর ) দুপুরে উপজেলা এলএসডি খাদ্য গুদাম থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূ্র্গা পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে যেনো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা পালন হয় সেই লক্ষে সরকারের দূর্যোগ ও এাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫’শ কেজি করে মোট ৭ টন চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪ টি মণ্ডপে পূজা আয়োজন কমিটির কাছে এসব চাল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রতেকটি পূজা মণ্ডপের জন্য বরাদ্দকৃত ৫শ কেজি চাল দেওয়া হয়।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা বেগম শাহীন ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহচানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা কমিটির সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ্য সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক আবদুল কাদির প্রমুখ।