নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বানের পথে অন্তরায়, তবে নির্বাচন কমিশনের পাশাপাশি আমরাও বাধা দেব।’
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে, ‘সংস্কার কমিশনের তিনটি প্রস্তাবের বিপরীতে ইসির স্বাধীনতা ‘খর্ব করবে’- সিইসির এমন মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এদিন ইসির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ।
নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে অংশীদারদের সঙ্গে সরকারের আলোচনা শেষে একটি সিদ্ধান্ত আসবে। সে অনুযায়ী যদি আইন, বিধির পরিবর্তন হয় নির্বাচন কমিশনকে তা মানতে হবে। তবে এখনো সেগুলো হয়নি।
তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন কমিশনের নাই, রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের অনুরোধ সাপেক্ষে কমিশন নির্বাচন আয়োজন করবেন।’
ইসির প্রস্তুতি অনুযায়ী খুব দ্রুতই নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যদি মে-জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে। এবং আরও কিছু প্রাসঙ্গিক সমস্যা থাকলেও সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।’
বিএনপি কত দিনের মধ্যে নির্বাচন চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু নির্বাচন তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি আলোচনা রয়েছে। আমরা সেখানে এই প্রসঙ্গ তুলব।’