রাজনীতি
অনলাইন ডেস্ক
Send an email
ফেব্রুয়ারি ৩, ২০২৫সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ৩, ২০২৫
সাবেক পররাষ্ট্রমন্ত্রী কার বাসায় আছেন বলে ধারণা করছেন পিনাকী
০ ২,৯৩২ এক মিনিটেরও কম সময়
লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন যদি তার বোন ডা. শায়লা খাতুনের বাসায় থাকে পুলিশকে আহবান করছি অভিযান চালিয়ে গ্রেফতার করুন। অন্তত এই অভিযোগ সত্য কিনা সেটা ভেরিফাই করে বিবৃতি দিন। নয়তো জনতা অভিযান চালাবে। চট্টগ্রামে দেখছেন ছোট করে, এবার পুর্ণ দৈর্ঘ্য সিনেমা দেখবেন। পুলিশের অভিযান লাইভ করবেন।
উল্লেখ্য যে, আসিফ মাহতাব তার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের মোবাইলের আইএমাআই লোকেশন ঢাকার আশেপাশে দেখাচ্ছে।
Author
সম্পর্কিত সংবাদ