কিশোরগঞ্জের হোসেনপুরে প্রায় ৫০০ হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে হোসেনপুর ব্যবসায়ীদের উদ্যোগে উপজেলার শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার সভাপতি ইউএনও রাবেয়া পারভেজ উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, মেয়র খাইয়ুম খোকন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ,বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল পোদ্দা, বিনয় ভূষণ সরকার, রতন বণিক, বাদল শাহা, জগায় মেম্বার,তপন চন্দ্র বিশ্বাস, সাংবাদিক সাগর আহমেদ, সাংবাদিক আব্দুল কাদির প্রমূখ।