রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে পল্লবীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগ। রবিবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি পুলিশের বরাত দিয়ে ডিসি জানান, পল্লবীতে গত ২০ জানুয়ারি আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ব্লেড বাবু আহত হয়। পরবর্তী সময়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবি আরও জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে এই মামলার আসামি তুফান ও মুরাদকে গ্রেফতার করা হয়।
আর গত রাতে বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ৭নং আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়। এই নিয়ে আলোচিত ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।