দিন দুপুরে ঢাকার সাভার থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার বিকালে শেরপুর গামী একটি যাত্রীবাসী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে ।এসময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে নগদ টাকা ,মোবাইল ফোন ও স্বর্নালস্কার লুট করে পালিয়ে ডাকাত দলের সদস্যরা ।পরে যাত্রীবাহী বাসটি গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় এসে বাসটি থামলে খবর পেয়ে বাসটি পরির্দশন করেন কালিয়াকৈর থানা টহল পুলিশ ।
বাসের যাত্রীরা ও পুলিশ সূত জানায় বিকাল সাড়ে তিনটার দিকে ১০ জন যাত্রী নিয়ে মনি মুক্তা পরিবহনের(ঢাকা মেট্রা-ব-১৪-৮৪২৯) শেরপুর গামী বাসটি গাবতলী বাসস্টেশন ছেরে আসলে সাভার বাসস্টপ থেকে যাত্রী বেসে ওই তিন ডাকাত দলের সদস্য বাসে উঠেন ।পরে বিকাল চারটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদুরে আসলে ডাকাতরা ছুরি রামদা ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন,নগদ টাকা, ও স্বার্নাল্বকার নিয়ে পালিয়ে যায় ।
এদিকে যাত্রীবাহী বাসটি কালিয়াকৈর চন্দ্রা এলাকায় এসে থামলে যাত্রীরা কালিয়াকৈর থানা পুলিশ কে জানায় । কালিয়াকৈর থানার উপ-পরির্দশক মজিবুর রহমান বলেন সন্ধ্যা ছয়টার দিকে ফোন আসে যে চন্দ্রা এলাকায় বাসে ডাকাতি হয়েছে ।পরে এসে জানতে পারি সাভার এলাকার এ ঘটনা ।তবুও আমরা আইনগত ব্যবস্থা দিতে সাভার থানা র্বাতা পাঠিয়েছি ।