সখিপুরে মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বাধীন বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কলেজ প্রতিষ্ঠা করেন। যার নাম “সরকারি মুজিব কলেজ”। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামানুসারে, ওই এলাকার নামও রাখা হয় কাদের নগর।
আজ (০৯ অক্টোবর) শনিবার সরকারি মুজিব কলেজ ছাত্র আন্দোলন নেতা মো: হযরত আলীর উদ্যোগে মুজিব কলেজ ছাত্র আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা ছাত্র আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি, কবি শেখ সাদিক, যুগ্ম সম্পাদক লিটন সিকদার, সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম সাফি, কলেজ শাখা ছাত্র আন্দোলন নেতা হযরত আলীর নেতৃত্বে কলেজ মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায়, ছাত্র নেতা সাইফুল ইসলাম সাফি বলেন- দীর্ঘদিন করোনার কারনে কলেজ বন্ধ থাকায়, ছাত্র আন্দোলনের সকল কর্মসূর্চী স্থগিত ছিল, আমরা সরকারি মুজিব কলেজ থেকে শুরু করে, সখিপুরের সকল ইউনিয়ন ও পৌরসভা সহ সকল ইউনিটে কমিটি করব, সে জন্য আমাদের কর্মসূচী অচিরেই ঘোষণা করা হবে। আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচী চলছে।