গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজুড়া ইউনিয়নের আশাপুর গ্রামে শুক্রবার( ৮ই অক্টোবর) সকালে জমি
সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এক মুক্তিযোদ্ধা দম্পতিকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় বিকেলে আহত মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাদী আবুল কাশেম, আব্দুর রহমানসহ চার জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত ৪-৫ জনের নাম উল্লেখ্য করেন।
পুলিশ, এলাকাবাসাী ও বাদীর অভিযোগে জানা যায়,ডালজোড়া ইউনিয়নের আশাপুর গ্রামে মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন দীর্ঘদিন ধরে বেনুপুর মৌজার আরএস ২০৭,৬২৬,৬৩৩ দাগের ২৮০ শতাংশের কাতে সাড়ে ৬৪ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই জমি প্রতিবেশি আবুল কাশেম, আব্দুর রহমান দাবী করেন। শুক্রবার সকালে ওই মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন বাড়ীর পাশে একটি ঘর তুলতে গেলে প্রতিপক্ষ আবুল কাশেম,আব্দুর রহমানসহ ৪-৫জন বাধার সৃষ্টি করে। এক পযার্য় উভয়ের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়।
এসময় লাঠিশোটা নিয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেনকে রক্তাক্ত জখম করে।
এসময় খবর পেয়ে তার স্ত্রী সেলিনা আক্তার এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। খবর পেয়ে গ্রামবাসী এগিয়ে এসে আহত মুক্তিযোদ্ধা দম্পতিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন জানান,সকালে আমার ভোগ দখলীয় জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ আবুল কাশেম, আব্দুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা বাধা দিয়ে আমাদের মারধর করে।
এ ঘটনায় এএসআই আনোয়ারুল শাহাদত জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।