জাতীয়

হাসিনার পক্ষে ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিবেদন, প্রত্যাহার করল যুক্তরাজ্যের এমপিরা

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ড. ইউনূস সরকারের বিরুদ্ধে দেওয়া প্রতিবেদন প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্যের একদল এমপিরা। স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

কমনওয়েলথ সম্পর্কিত অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) গত নভেম্বরে বাংলাদেশ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যা ড. ইউনূস সরকারের সমালোচনা করেছিল তবে এটি গুরুতর ভ্রান্তির জন্য অভিযুক্ত হয়েছিল। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা জানান, প্রতিবেদনটি এখন আর বিতরণ করা হচ্ছে না এবং এটি পর্যালোচনায় রয়েছে। 

এপিপিজির একজন মুখপাত্র বলেছেন, প্রতিবেদনটি এখনো একটি অভ্যন্তরীণ দলিল হিসেবে পর্যালোচনায় রয়েছে এবং এটি গ্রুপের বিস্তৃত আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভাগ করা হয়েছে। এটি বিস্তৃতভাবে বিতরণের জন্য উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং এপিপিজি এই বিষয়ে আর কোন পদক্ষেপ নেবে না বা কোন অনুসরণ করবে না।

‘বাংলাদেশে চলমান পরিস্থিতি’ শিরোনামের প্রতিবেদনটি নভেম্বর মাসে প্রেসের কাছে প্রকাশ করা হয়েছিল। হাসিনাকে একটি ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার তিন মাস পর সেই বিদ্রোহের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন করা হয়েছিল, যার ফলে আনুমানিক ১,০০০ মানুষের মৃত্যু হয়।

প্রতিবেদনে এএপিজি হাসিনার উত্তরসূরি নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনুসের সমালোচনা করেছে। এপিপিজির কনজারভেটিভ চেয়ার অ্যাণ্ড্রু রোসিনডে এক প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছেন, ‘বাংলাদেশের একটি মহান ভবিষ্যত থাকা উচিত যেখানে সুযোগগুলি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনও শাসক দলের সমর্থকদের জন্য নয়… যদি অবিলম্বে কোনও পরিবর্তন না আনা হয়, তবে নতুন সরকারের আন্তর্জাতিকভাবে যে ভালোবাসা রয়েছে তা শেষ হয়ে যাবে।’

এপিপিজির প্রতিবেদনটি ইউনূসের প্রশাসনকে ‘আইনকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের’ এবং ‘কঠোরপন্থী ইসলামিকদের ক্ষমতায় আনার’ অভিযোগ করেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে,‘আমরা প্রমাণ পেয়েছি যে হত্যার অভিযোগগুলি প্রাক্তন মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, প্রাক্তন বিচারক, বুদ্ধিজীবী, আইনজীবী এবং সাংবাদিকদের উপর চাপানো হচ্ছে। যার কারণে তাদের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠছে। এটি মূলত ‘রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ’ একটি নয়াদিল্লি ভিত্তিক চিন্তাধারা কেন্দ্রের তথ্যের উপর নির্ভরশীল।

প্রতিবেদনটি বলেছে, ‘এই মৃত্যুগুলির বেশিরভাগই ৫ আগস্টের পর ঘটে যখন লক্ষ লক্ষ মানুষ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছিল এবং আগের সরকারের সমর্থকদের প্রতি প্রতিশোধ চাইছিল।’

এটি একটি আগের রিপোর্টের সঙ্গে পরস্পরবিরোধী, যা জাতিসংঘের মানবাধিকার কমিশনার প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল, ‘মৃত্যু এবং আঘাতের বেশিরভাগই নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন দ্বারা ঘটেছে।’

প্রতিবেদনটি আরও দাবি করেছে যে অন্তর্বর্তী সরকার ১,৯৪,০০০ জনকে অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে বিশেষজ্ঞরা বলেন, এই সংখ্যাটি সম্ভবত পুলিশ রিপোর্টের মধ্যে থাকা অপরাধী সন্দেহভাজনদের সংখ্যা।

রূপা হুক, এক শ্রমিক পার্টির এমপি। যিনি সম্প্রতি বাংলাদেশে ছিলেন। তার দাবি, ইউনূস সরকার ব্যক্তিগতভাবে এই প্রতিবেদনটি তার সঙ্গে উত্থাপন করেছিলেন, তিনি বলেছিলেন, ‘আপনার সরকার কি করছে, এই মিথ্যা তথ্য সংসদের নামে প্রকাশিত হচ্ছে?’

]লন্ডনের স্কুল অফ অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর নাওমি হোসেন বলেছেন, ‘প্রতিবেদনটিতে এমন মৌলিক ভুল রয়েছে, যা বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে তুচ্ছ জ্ঞানও সেগুলি প্রতিহত করবে…। এটি হয় পক্ষপাতমূলকভাবে অসাধু অথবা অত্যন্ত খারাপ বিশ্লেষণ। হিসাবযোগ্যতার জন্য এটি সম্পূর্ণ ব্যর্থ।’

এপিপিজির এক মুখপাত্র বলেছেন, ‘গ্রুপটি এখন একমাত্র কমনওয়েলথ অফ নেশনসের প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই কারণে তারা আর কোন দেশের উপর বিশেষ প্রতিবেদন তৈরি করবে না।’

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker