বিয়ের ওপর আরোপিত কর আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, বিবাহের উপর কর আরোপ ইসলামবিরোধী। অবিলম্বে এই কর বাতিল চাই।
আজ রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে মূল বক্তব্য তুলে ধরেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুবায়ের সাদী, সাব্বির আহমেদ, সানাউল্লাহ খান, মাহমুদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পলাতক হাসিনা সরকার বিবাহের মতো একটি পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছিল, যা সুস্পষ্টত ইসলামের অবমাননা। এতে করে যেমন যুবকদের চরিত্র নষ্ট করা হয়েছে, একইভাবে ব্যভিচারের দিকেও তা ধাবিত করতে সহায়তা রয়েছে।
আমরা অন্তর্বর্তী সরকার ও আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত এই অবৈধ কর প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট যাবতীয় আইন বাতিল করতে হবে।
এমনকি অমুসলিম দেশগুলোতেও বিবাহের জন্য ট্যাক্স নেই। একটি মুসলিম দেশে ধর্মীয় বিধানের প্রতি এটি সরাসরি আঘাত। আমরা এই অবিচারমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।
বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে ইসলামের ওপর হস্তক্ষেপ করেছে, যার একটি হলো বিবাহে কর আরোপ করা। ইসলামের বলা আছে, যে বিবাহ সহজেই হয়, সে বিবাহের আল্লাহর রহমত থাকে। বক্তারা বলেন, দেশে ব্যভিচার ও ধর্ষণকে ছড়িয়ে দিতে কিছু বিদেশি গোলাম নিরলসভাবে কাজ করে গেছে।