কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্টহাউসে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের একমাত্র অভিযুক্ত মাহমুদুল হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ঝাউয়াইলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
আজকে কিশোরগঞ্জ র্যাব-১৪ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এম শোভন খান।
সংবাদ সম্মেলনে শোভন খান বলেন, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্ট হাউজে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে চতুর্থ শ্রেণির কর্মচারী মাহমুদুল হাসান সাগর। পরে ওই ছাত্রীর চিৎকারে লোকজন আসলে সাগর রেস্টহাউসের জানালা ভেঙে পালিয়ে যান। ওই দিন রাতেই ভুক্তভোগীর ভাই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মাহমুদুল হাসান সাগরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।