পুলিশের এক বিশেষ অভিযানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সদরচালা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ কামরুল ইসলাম (৫০)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।
গ্রেফতারকৃত ঐ মাদক ব্যবসায়ী উপজেলার মৌচাক ইউনিয়নের সদরচালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার ( ৫ অক্টোবর) রাতে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃত মাদক ব্যবসায়ীর বসত ঘর তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। গাঁজার আনুমানিক বর্তমান মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।পরে তাকে কালিয়াকৈর থানায় আনা হলে মাদকদ্রব আইনে মামলা রজু করে বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।