রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দকৃত ১ শতাংশ কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’-সহ বিভিন্ন স্লোগান দেন।
আমরা তো ভর্তি পরীক্ষা দিয়েই আসতে চাই। কিন্তু, আপনারাই ভর্তি পরীক্ষার আগেই সিট রিজার্ভ করছেন। তাহলে অন্যায় দাবি কোনটা? আমার প্রশ্ন রইল। অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে মেধাবীদের মুক্তি দিতে হবে।
এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের দাবি বিশ্ববিদ্যালয়ের আজকের ভেতরেই বাতিল করে নতুন সিদ্ধান্তে আসতে হবে।’
শিক্ষার্থীরা পোষ্য কোটার বিরুদ্ধে দাবি তুলেছে, তা আমার বোধগম্য নয়।’এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করে শুধু মাত্র সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর প্রেক্ষিতে রাত ৮টায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে সকাল ১০ ভেতর পোষ্য কোটা বাতিল করে নতুন বিজ্ঞপ্তির সময় বেধে দেয় এবং দাবি না মানা হলে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি দেয়।