কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা সমাজকল্যাণ কমিটির আওতায় দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব, ওসি রাজীব কুমার রায়, সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা প্রসূখ।
Subscribe
Login
0 Comments
Oldest