আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে চিকিৎসার কাগজপত্র জালিয়াতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সুযোগ-সুবিধা নিতে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সারজিস বলেন, ‘এ ধরনের প্রতারণা ঠেকাতে সহায়তা পাওয়ার জন্য প্রমাণ হিসেবে চিকিৎসকের সত্যায়িত চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে আন্দোলনে আহতদের।’
এ মাসে নিহতদের পরিবারগুলোকে আবারও বড় অঙ্কের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি। সারজিস বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদের পরিবার।’