বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রথম ব্যাচের এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ রাইয়ান ২০২৩-২৪” এর ন্যাশনাল ফাইনালের এ চ্যাম্পিয়ন হওয়ায় মাননীয় উপার্চায ড. মোহাম্মদ আবু ইউসুফ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।
মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকালে এক অভিনন্দন বার্তায় উপার্চায বলেন আবদুল্লাহ রাইয়ান-এর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও সম্মানের
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ,এ অর্জন তাকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিস্তার,উদ্ভাবনী কাজ এবং সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরির্বতন আনতে অনুপ্রানিত করবে ।আমি তার উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি ।
উল্লেখ্য পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হুয়াহুয়ে আইসিটি কম্পিটিশিন একটি বৈশ্বিক ইভেন্ট যা সমগ্র পৃথিবী ব্যাপি আয়োজিত হয় ।ক্লাউট ট্রাক,নেটওর্য়াক ট্র্যাক ও কম্পিউটিং ট্র্যাক-মুলত তিনটি ট্র্যাক প্রতিযোগিতারা তাদের থিউরিটিকাল নলেজ ও ল্যাব এর দক্ষতা প্রমান করে দেখায় ।
প্রতিযোগিতায় নিবন্ধনের সময় শিক্ষার্থীরা তার পছন্দ অনুযায়ী যে কোন একটি বিষয় নির্বাচন করতে পারবে ।এর পর বিভিন্ন ধাপ পার হওয়ার জন্য প্রতিযোগিতাদের অদ্যায়ন,প্রস্তুতি ও মক টেস্টে অংশগ্রহনের অনুমতি দেয়া হয় । ন্যাশনাল ,রিজিওনাল অ্যান্ড গ্লোবাল (জাতীয়,আঞ্চলিক ও বৈশ্বক) তিনটি পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
ন্যাশনাল রাউন্ডে আগে একটি প্রিলিমিনারী পরীক্ষাও হয় এবং প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ন প্রতিযোগীরা হুয়াহুয়ে অনলাইন লার্নিং প্লাটফর্মে তাদের ট্র্যাক অনুযায়ী অফারকৃত প্রফেশনাল র্ক্সো সমুহ ও ট্রেনিং প্রোগ্রাম সর্ম্পুন করে থাকে।
এই ইভেন্টে বিশ্বেও ৮০ টি দেশের ২৩০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেছে ।বাংলাদেশের প্রায় অধিকাংশ পাবলিক এবং প্রাইভেট ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্স,ইলেকট্রিক্স ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীরা ইভেন্টটিতে পার্টিসিপেট করে ।
২০২৩-২৪” এর ন্যাশনাল ফাইনালের এ চ্যাম্পিয়ন আবদুল্লাহ রাইয়ানকে গত সোমবার রাজধানীর গুলশানে হুয়াহুয়ে বাংলাদেশ একাডেমির অ্যাওর্য়াড গিভিং সিরিমনি অনুষ্টানে এই অ্যাওর্য়াড(সার্টিফিকেট ক্রেস্ট ও একটি ল্যাপটপ)প্রদান করা হয় ।একই সাথে তিনি ন্যাশনাল ফাইনালের পরে ইন্দোনেশিয়া রিজিয়ন রিজিওনাল ফাইনালিস্ট হওয়ার সৌভাগ্যও অজর্ন করেছেন ।