মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপলক্ষ্যে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলা জাসাস এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি জাসাস মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এসরারুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গণ সহশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী,সদস্য শাহ মোঃ বিল্লাল হোসেন, মাদারীপুর জেলা বিএনপির, সদস্য সচিব জাহান্দার আলী জাহান। মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন জাসাসের জেলা শাখার সদস্য সচিব মনজুর ইসলাম শহীদ।