প্রবীণ সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। দেশে এসে চোখে গ্লিসারিন ও লেবুর পানি দিয়ে কান্নাকাটি করবে। তাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন, আরেকটি তামাশা সৃষ্টি করা। আমরা জানি সে খুন করেছে। তাই দেরি না করে এখনই রায় দেওয়া উচিত।
শফিক রেহমান বলেন,দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে শেখ হাসিনা সম্পৃক্ত। তিনি দাবি করেন, ১৫ আগস্ট, বিডিআর হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যা—এই তিনটি ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা রয়েছে। এ নিয়ে তিনি আরও বলেন, এসব ঘটনায় শেখ হাসিনার বিচারের প্রয়োজন,শেখ হাসিনার বিচার এক বছর নয়, এক সপ্তাহের মধ্যে হওয়া উচিত।
রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বিডিয়ার হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ভারত কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠন করুক। তারা সবসময় চেয়েছেন সশস্ত্র বাহিনীকে একটা দুর্লভ বাহিনী হিসেবে বিশ্বের কাছে পরিচিত করা। বিডিআর হত্যাকাণ্ডের কিছুদিন পর সেনাবাহিনীর কর্মকর্তাদের সম্পদের হিসাব চাওয়া ছিল তৎকালীন সরকারের পরিকল্পনা।
প্রবীণ এ সাংবাদিক বলেন, শুধু বিডিআর নয়, সেনাবাহিনীকেও ধ্বংস করার পরিকল্পনা ছিল। বর্তমান বিজিবিকে পূর্বের বিডিআর নামে ফেরত আনতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সার্বভৌমত্ব আন্দোলনের উপদেষ্টা বজলুর সাত্তার প্রমুখ।