জামালপুরের মাদারগঞ্জে ইএসডিও সুফল ২ প্রকলপ সমাপনী কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইএসডিও সুফল-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আমির হাসান উপস্থিত সকলকে প্রকলপ অর্জন ও শিখন কার্যক্রম সম্পর্কে অবিহত করেন।
সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ, সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেকমাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস.এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধিবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ , এলএসপি, কমিউনিটি দলের সদস্য, এনজিও প্রতিনিধিবৃন্দ, ইএসডিও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রদানকৃত পূর্বাভাস, সতর্কীকরণ বার্তা ও পরামর্শ যথাসময়ে সাধারণ জনগণের কাছে প্রচার এবং তদানুযায়ী আগাম কার্যক্রম গ্রহণের মাধ্যমে জীবন, জীবিকা এবং সম্পদের ক্ষতি হ্রাস করা সম্ভব। ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশন্স (ইকো) এর অর্থায়নে, কেয়ার বাংলাদেশের নেতৃত্তে এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর এশিয়া এন্ড আফ্রিকা (রাইমস)-এর কারিগরী সহায়তায় ইএসডিও বাস্তবায়নে স্কেলিং-আপ ফোরকাস্ট-বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল-২ প্রকল্প) বন্যা পূর্বাভাস ব্যবস্থা উন্নীতকরণে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাথে কাজ করে যাচ্ছে। পরে উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন দূর্যোগের সময় উদ্ধার পক্রিয়ার উপকরণ বিতরণ করেন।