জাতীয়

বনাঢ্য আয়োজনে পালিত হলো দৈনিক ইনফো বাংলা ৯বর্ষে পদার্পণ অনুষ্ঠান

দৈনিক ইনফো বাংলা ৯বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক।

ইনফো বাংলা সাহসিকতার পরিচয় দিয়ে সংবাদ প্রকাশ করে। গত ১৬ বছর আওয়ামী লীগ গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য আইসিটি অ্যাক্ট প্রণয়ন করেছে। মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাংবাদিকদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে দিতো।

তিনি বলেন- বিগত সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে। আমি সাংবাদিক ভাইদের বলবো- আপনারা আমার ভুল ত্রুটি হলে তার যৌক্তিক সমালোচনা করবেন। আমি মনে করব- যারা আমার ভালো চান- তারা আমার নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবেন। তাহলে আমার কাজের গতি বাড়বে। 

Image

সোমবার ১৬ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে। দৈনিক ইনফো বাংলা ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক ইনফো বাংলার সম্পাদক ও প্রকাশক কল্যাণ চক্রবর্তী সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিএমপি কোতোয়ালী থানার এ সি মাহফুজুর রহমান,

ড.মনজুর-উল আমীন চৌধুরী স্যার সমাজবিজ্ঞানী চেয়ারম্যান, ঘাসফুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব ও সিডিএ’র বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি, দৈনিক ইনফো বাংলা পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহিন,

সাপ্তাহিক সংবাদ শিরোনামে সম্পাদক ও প্রকাশক সৈয়দ দিদার আশরাফী ,চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি,সোহাগ আরেফিন  দৈনিক বাংলাদেশ বুলেটিন,চট্টগ্রাম ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি,আজকের বাংলা চট্টগ্রাম জেলা প্রতিনিধি, ইসমাইল ইমন প্রমুখ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিক এবং সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker