জামালপুরের সরিষাবাড়ীতে ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আফজাল হোসেন।
এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ডোয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডোয়াইল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের উপস্থিততে এ তথ্য নিশ্চিত করেন ডোয়াইল ইউনিয়ন পরিষদ।
ভারপাপ্ত ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ‘গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) জামালপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটে। সেই সাথে শেখ হাসিনার সরকারের মনোনীত বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকা ছেড়ে পলায়ন করে। যার ব্যত্যয় ঘটেনি জামালপুরের সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়ন পরিষদেও। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন ৫ আগস্ট এর পর হতে পরিষদ অনুপস্থিত আছেন। যার ফলে ডোয়াইল ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এই দুর্ভোগ ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশায় সকল ইউপি সদস্যরা সম্বলিতভাবে উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক বরাবর প্যানেল চেয়ারম্যানের মধ্যদিয়ে পরিষদের কার্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন জানান। যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের দোয়া ও সকলের সহযোগিতা কামনা করি।
এ-সময় দোয়া মাহফিল ও আলোচনায় উপস্থিত ছিলেন- ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুবদলের সভাপতি প্রল্লব হাজী, ইউপি সদস্য মিল্টন সরকার, কবির হোসেন, আজাহারুল ইসলাম, ফরহাদ হোসেন শিমুল, আব্দুল মালেক, ডলি আক্তার, নুরুন্নাহার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডোয়াইল ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত মন্ডলীরা বলেন, ‘একজন ইউপি সদস্য ইউনিয়নবাসীর নাগরিক সেবার চিন্তা করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এবং দায়িত্বভার নিয়েছে। সেটা তার একার পক্ষে পালন করা সম্ভব নয়। তাই সকলকেই সচেষ্ট সহযোগিতা করতে হবে এবং এই ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। তবেই জনপ্রতিনিধিরা সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে সকালেই মন্তব্য করেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ ও সকলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।