গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪ অক্টোবর সোমবার বেলা ১২ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে,কামালের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের উপর দুবৃর্ত্তের হামলা।
সাঘাটা উপজেলা চেয়ারম্যানের বাড়ির পিছনে যাদুড়তাইড় নামক এলাকার জাকিরের চাতালের সামনের রাস্তায় হামলার এ ঘটনা ঘটে।দুবৃর্ত্তরা চেয়ারম্যানের মোটর সাইকেলের গতিরোধ করে।এরপর কিছু বুঝে ওঠার আগেই তার মাথার বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত জখম করে।
স্থানীয়রা, আহত ওয়াদুদ চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করে।এঘটনায় স্থানীয়রা দুইজন কে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়,সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ একটি নারী নির্যাতনের ঘটনার শালিস শেষে বাড়ী ফিরছিলেন। এই শালিস না মেনে ছেলে পক্ষ ক্ষিপ্ত হয়ে কয়েকজন দুবৃর্ত্তসহ হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যাকে হামলা কোরে মারপিট করে।সাঘাটা থানার ওসি মতিউর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান,এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।