জামালপুরের মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, মডেল থানার ওসি শাহীনুর আলম,
সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, প্রাণী সম্পদ অফিসার রিজভী আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু,মাদারগঞ্জ
এ.এইচ.জেড সরকারি কলেজ এর প্রভাষক আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি খাঁজা মোজাম্মেল হক খোকন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
এ সময় ইউপি চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।