টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,কালিহাতীর জনসাধারণের প্রিয়মুখ, জননন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ শেষে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
পরে নিজ গ্রাম রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাযে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও কালিহাতী আসনের সাবেক সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন সহ বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো জনতা।
লস্ট্রোক জনিত কারণে দীর্ঘ প্রায় দুই মাস চিকিৎসাধীন অবস্থায় বোরবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।