জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া আলহাজ্ব জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে কারখানার শ্রমিকরা।
রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মোড় সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ইং সালে পৌরসভার এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিল।
এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৪ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন।
এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো। হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
এতে কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব হয়ে পড়ে কারখানার শ্রমিকরা। এছাড়া শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান এবং আলহাজ্ব জুটমিলসহ উপজেলার সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি করেন তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ,
উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক দুলাল মিয়া সহ অনেকেই।