বেনাপোল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর ঢাকার সিএমএইচ-এ মৃত্যু বরণ করেন ঢাকা শহীদ সোহারার্দী কলেজের পলিটিক্যাল সায়েন্স, অনার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ’র
মরদেহ তার জন্মস্থান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে নিয়ে আসা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে মরহুমের ৪র্থবার জানাযা অনুষ্ঠিত হয়।
এর আগে রাজধানী ঢাকায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয় সিএমএইচ-এ, দ্বিতীয়-ঢাকা সোহারার্দী কলেজে এবং তৃতীয়বার জানাযা অনুষ্ঠিত হয়-জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধে।
অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আব্দুল্লাহ’কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত ভাবে শহীদ ঘোষণা করায় বেনাপোলের জানাযায় শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “গার্ড অব অনার” প্রদান করা হয়।
বাংলাদেশের জাতীয় পতাকার আচ্ছাদনে ঢাকা শহীদ আব্দুল্লাহ’র প্রতি “গার্ড অব অনার” প্রদান করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।
এ সময় পুলিশের পক্ষ থেকে মৃতদেহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালণ করা হয়।
বেনাপোল বলফিল্ড মাঠে হাজারও  মানুষের উপস্থিতির ঐ জানাযায় ইমামতি করেন, মুফতি সাইদুল বাশার (মুহতামিম,বেনাপোল জামিয়া ইসলামিয়া ও লতিফা ইয়াছিন এতিমখানা)। 
জানাযা শেষে শহীদ আব্দুল্লাহ’র মরদেহ দাফন করা হয় তার জন্মস্থান বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ডের বড়আঁচড়া গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষক আবদুল মান্নান, যশোর জেলা বি এন পির সদস‍্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শা থানা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির,
শার্শা উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,
কেন্দ্রীয় যুবদল নেতা নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, বেনাপোল স্থল বন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী,
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সানি, যুগ্ম-আহ্বায়ক দেয়োলার হোসেন খোকন, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম (চয়ন),
বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, ইমদাদুল হক ইমদাদ সদস্য সচিব শার্শা উপজেলা যুবদল,
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ স্থানীয় প্রশাসন, রজনীতিবিদ ও বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন। 

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker