উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুমন মিয়া।
এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের ভাড়া বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।
অভিযানে বাসা থেতে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা, ২২ টি এক ইয়ান, ১৩ টি ৫ ইয়ান, ৬ টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২ টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাত, চারটি এক মালয়েশিয়ান রিংগিট, একটি ৫০ সৌদি রিয়াল, ৬ টি ১০০ সৌদি রিয়াল, ১৩ টি ৫০০ সৌদি রিয়াল, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১ টি আইফোন উদ্ধার করা হয়।
ঘটনার দিন তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।