নব যুগে নব সাজে এসো নবীন দূর করে গন্ঢনি, আলোক ছিনিয়ে আনি এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ ৩৩ বছর পর মাদারীপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) দিনব্যাপি মাদারীপুর সরকারি কলেজের মাঠে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান।
মাদারীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: লিটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রীনা বৈদ্য, উপাধ্যক্ষ প্রফেসর ফারুক হোসেন, মাদারীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: আসাদুল আলম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. লুৎফর রহমান খান বলেন, মাদারীপুরে ৩৩ বছর পর আজকে নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে, আমার কাছে আজ খুবই আনন্দের দিন। ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যে দেশ পেয়েছি, আমাদের এই দেশ প্রেম ধরে রাখতে হবে, মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড তাই শিক্ষার বিকল্প নাই। সবার লেখা পড়ার দিকে মনোযোগী হতে হবে। আমরা এই কলেজে এখন থেকে পড়াশোনার পাশাপাশি ধর্ম চর্চা ও করতে হবে।
এসময় তিনি ছাত্র ছাত্রীদের আরো বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় আরো উপস্থিত ছিল মাদারীপুর সরকারি কলেজ একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।