সরিষাবাড়ী
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আ.লীগ সরকার মানুষের কথা বলার স্বাধীনতা’টাও কেড়ে নিয়ে ছিলো: শামীম তালুকদার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। মানুষ দীর্ঘ ১৫ বছর তাদের পছন্দের ব্যক্তিদের ভোট দিতে পারেনি। বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে।
কথা বলার স্বাধীনতা ছিলো না। মানুষ তার অধিকারের কথা বলতে গেলেই ধরে নিয়ে গুম-খুন করে দিতো। জালেম সরকারকে বিদায় করেছে ছাত্র-জনতা। বাংলার মাটিতেই আওয়ামী লীগের বিচার দেখতে চায় বাংলাদেশের মানুষ।
ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন প্রমুখ।
এছাড়া জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রাব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হোসেন জামান জুয়েল,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ ভাটারা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। এসময় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ জনসভায় মানুষের ঢল নামে।