মাদারীপুররে কাল কিনিতে বৃদ্ধর মরদহে উদ্ধার করছেে ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতবিার (৭ নভম্বের) সকালে মো. আয়নাল আকন (৭০) নামে বৃদ্ধ মরদেহ টি পালরদী নদীর শকিারমঙ্গল ঘাট থেকে উদ্ধার করা হয়ছে।
নিহত আয়নাল আকন পৌর এলাকার পশ্চিম শকিরমঙ্গল গ্রামরে আব্দুল গনী আকনরে ছেলে। সেদিন ভোরে নদীতে গোসল করতে নেমে হারিয়ে যায় বলে জানিয়েছে পরিবার।
ফায়ার সার্ভিস নিহতের পরিবার সূত্রে জানা গেছে জয়নাল আকন ভোরে একা পালরদী নদীতে গোসল করতে নামে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস কর্মীদের জানায় স্থানীয়রা। খবর পেয়ে উপজলো ফায়ার সার্ভিস কর্মকর্তা. খোকন জোমাদ্দাররে নেতৃত্বে ইউনটি ঘটনাস্থলে এসে নদী থেকে তার মরদহে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
নিহতের ছেল মো. জয়নাল আকন বলেন , আমার বাবা ভোরে নদীতে একা গোসল করতে নেমে নিখোঁজ হন।
এ বিষয়ে কালকিনি উপজলো ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, নদীতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর ২০ মিনিটের মধ্যে তার মরদহে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।