হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর। যেকোনো জায়গা থেকে মোবাইল হারালে সেটা জিডি করার মাধ্যমে পুলিশ খোঁজে বের করে দিবেন বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁদ মিয়া।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী থানায় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে দেওয়া সময় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে তা উদ্ধার করেন। হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে দেন। এসময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া ১২ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। জেলা পুলিশ সুপার ও সদর সার্কেল অফিসারের দিক নির্দেশনায় মোবাইল উদ্ধারের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় সরিষাবাড়ী থানার এ এস আই মোস্তাক আহমেদ, এসআই ফকরুল সহ অন্যান্য পুলিশ সদস্য ও মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন। প্রকৃত মালিকরা মোবাইল হাতে পেয়ে সরিষাবাড়ী থানার দায়িত্বরত ওসি ও পুলিশ সদস্যদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানান।