জামালপুরে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসীর শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) সকালে শহরের দয়াময়ী মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন— শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী কিবরিয়া গোলাম মহসিন, আশরাফুন নাহার, আনিসুর রহমান, সোহান আহমেদসহ আরও অনেকে।
এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন, বিএসএসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা দাবি তুলে ধরেন।
দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।