“শেখ হাসিনার উদ্যোগ,
ঘরে ঘরে বিদ্যুৎ”
স্লোগানে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেঁচ শীর্ষক প্রকল্পের আওতায় সৌরবিদ্যুৎ চালিত পাম্প গ্রহণে আগ্রহীদের সহিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী থানাধীন বল্লা বাজারের কাপড় হাঁটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরের সভাপতিত্বে সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির শরিফ উদ্দিন আহমেদ, (পরিচালক, পবিস মঃ ওঃ ব্যঃ পঃ (পূর্বাঞ্চল) বাপবিবে), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু হানিফ মিয়া, (জেনারেল ম্যানেজার, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি), জনাব অতনু দেবনাথ, (নির্বাহী প্রকৌশলী, বাপবিবে, টাঙ্গাইল)সহ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।