“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহিন খান, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বাংলাদেশ রাবেয়া সিরাজ দাখিল মাদ্রাসা সুপার মোঃ রফিকুল ইসলাম, তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমূখ। এ সময় স্কুল,কলেজ,মাদ্রাসা, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সাপ্তাহিক ছুটির দিন এবং বৈরী আবহাওয়ার মধ্যে ও শিক্ষকদের উপস্থিতি ছিল সন্তোষজনক।